ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে দুই জঙ্গির ৪২ বছর করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

লালমনিরহাটে দুই জঙ্গি সদস্যকে ৪২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও চারজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় টংভাঙ্গায় গ্রামের কোরবান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫) ও একই উপজেলার পুর্ব সিন্দুর্না গ্রামের আমিনুর রহমানের ছেলে নাহিদ হাসান ওরফে নাহিদ বাবু (২৮)।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন জানান, মো. রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসান ওরফে নাহিদ বাবুকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকায় তিন মামলায় ৪২ বছর করে কারাদণ্ড দেন আদালত। এ সময় উভয় আসামি দুই হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরও জানান, ২০১৭ সালের ২৯ আগস্ট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস