রাজবাড়ীতে রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া খোলাবাড়ী রেলক্রসিংয়ে গেট নির্মাণ করে পথ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রেল লাইনের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয়দের সঙ্গে পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান রতন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। তিনি রেলক্রসিংটি খুলে দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: দেশের ৮২ শতাংশ রেলক্রসিং অরক্ষিত
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার যোগাযোগের একমাত্র পথ এটি। মহাসড়কের বিকল্প বাইপাস হিসেবেও রাস্তাটি ব্যবহৃত হয়। প্রতিদিন রাস্তাটি দিয়ে ট্রাক, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, অটোরিকশা, ভ্যান, নসিমন, মাহিন্দ্রাসহ বহু যানবাহন চলাচল করে। দুই মাস আগে নিরাপত্তার অজুহাতে রেল কর্তৃপক্ষ পথটি বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ এলাকার হাজার হাজার মানুষ। ফলে ৪-৫ কিলোমিটার পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস