ভারতে দুদিনের উরস শেষে রাজবাড়ী ফিরলো স্পেশাল ট্রেন
ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে উরস শেষে রাজবাড়ীতে ফিরেছে স্পেশাল ট্রেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে পৌঁছায় ট্রেনটি।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সহযোগিতায় ২৪ বগিতে দুই হাজার ১৮২ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে ছেড়ে যায় ট্রেনটি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের জোড়া মসজিদে উরসে দুই হাজারের বেশি বাংলাদেশি
স্থানীয়রা জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে দুদিনের উরসে দুই হাজার ১৫২ যাত্রী নিয়ে একটি স্পেশাল ট্রেন রাজবাড়ি ছেড়ে যায়। ট্রেনে এক হাজার ২৬৬ জন পুরুষ, ৮৪১ জন নারী ও ৭৫ জন শিশু ছিল।
উরস ফেরত একাধিক যাত্রী বলেন, আমরা বহুবার মেদিনীপুরের উরসে গিয়েছি। এবার সবাই ভালভাবে গেছেন। ওই খানে হুজুরের কবর জিয়ারতসহ সবার জন্য দোয়া চেয়েছেন।
রাজবাড়ীর স্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, রাত সাড়ে ৭টার দিকে উরস স্পেশাল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস