ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনার। এরইমধ্যে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে মুছে রং ও আলপনায় সাজানো হয়েছে।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন স্থানীয় সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর ফুল দোকানিরা।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

রবিউল ইসলাম রবি নামে এক ক্রেতা বলেন, এবার ফুলের দাম অনেক বেশি। ছোট একটি পুষ্পস্তবক তৈরিতে ৫০০ টাকা লাগছে। গতবছর একই সাইজের পুষ্পস্তবকে লেগেছে সাড়ে তিন থেকে ৪০০ টাকা।

রাজবাড়ী ফুলঘরের মালিক কালাম মণ্ডল বলেন, বেশ ভালো অর্ডার পেয়েছি। তবে ফুলের দাম বেশি হওয়ায় এবার পুষ্পস্তবকের দাম একটু বেড়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণ রানী সাহা বলেন, মাতৃভাষা দিবসের সব প্রস্তুতি প্রায় শেষ। যেটুকু বাকি আছে সন্ধ্যার মধ্যে শেষ করা হবে।

রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম