ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়লো দুই কারখানা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুলার দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে হৃদয় ইসলাম ও নুর হোসেনের মালিকানাধীন দুটি তুলার কারখানা পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা দুটিতে প্রচুর পরিমাণে তুলা ছিল। এর ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তুলার কারখানায় থাকা দুটি মেশিনের ঘর্ষণের ফলে সৃষ্ট স্পার্ক থেকে আগুনের এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ঠিকসময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে ১৫ লাখ টাকার তুলা রক্ষা করতে সক্ষম হয়েছি।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম