ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কমলগঞ্জে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মোসাহীদ আলীর সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, গবেষক আহমদ সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম