ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

খুলনায় রাজাকার পুত্রখ্যাত সরদার আব্দুল হাদীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। তার স্থলে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে। জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলে সরদার আব্দুল হাদীর স্থলে আওয়ামী লীগের নৌকা প্রতীক পাচ্ছেন মুশফিকুর রহমান সাগরই। এছাড়া বিভিন্ন ইউনিয়নে মনোনীত প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আ.লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহবুব উল হক হানিফ ও জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি বলেছেন, মনোনীত প্রার্থী পরিবর্তন করা যাবে না এমন কোন কথা নয়। এটা কোন ধর্মগ্রন্থ নয়, যে পরিবর্তন করা যাবে না। অভিযোগ থাকলে লিখিতভাবে কেন্দ্রে জানাতে বলেছিলেন কেন্দ্রীয় এ দুই নেতা।

এরপর খুলনার বিভিন্ন ইউনিয়ন থেকে কেন্দ্রে অভিযোগ পাঠিয়েছেন ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা। এ ঘটনার জের ধরেই বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পরিবর্তন হয়েছে। এই ইউনিয়নে সরদার আব্দুল হাদীর স্থলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগরকে মনোনয়ন দিয়েছে দলটি। হাদীর বাবা রাজাকার এ অভিযোগে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়াও খুলনার কয়েকটি ইউনিয়নে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ডুমুরিয়ার সদর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী গাজী মো. হুমায়ুন কবির বুলুর বিরুদ্ধে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি। লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, হুমায়ুন কবির বুলু ডুমুরিয়া যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান কবিরুল ইসলাম হত্যা মামলার ৫ নং আসামি। তিনি ছিলেন যুবদলের আহ্বায়ক। সে সময়ে আ.লীগের ১০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন। রমজান মাসে দলের সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আফসার হোসেন জোয়ার্দ্দার ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেনের উপর হামলা চালানো হয়েছিল। এছাড়া অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আটলিয়া ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক সহ-সভাপতি স ম আব্দুল কাইয়ুম। লিখিত অভিযোগে এসব উল্লেখ করেছেন দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রতাপ রায়।

এদিকে তেরখাদা সদর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী দ্বীন ইসলাম বিএনপির সভাপতি ছিলেন। এসব বিষয়ে চূড়ান্তভাবে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে কেন্দ্রে।

এ বিষয়ে জেলা আ.লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, মুক্তিযুদ্ধের সময় আব্দুল হাদী সরদারের বাবা আব্দুল হাকিম সরদার সুরখালী ইউনিয়নে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। হত্যা ও গুমে সে সময়ের বিভীষিকা এখনো মানুষ ভুলতে পারেনি। এসব অভিযোগে তার মনোনয়ন বাতিল করে সুরখালীতে মুশফিকুর রহমান সাগরকে মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলমগীর হান্নান/এসএস/এমএস