মা-মেয়েকে শ্লীলতাহানি, পৌর কাউন্সিলর গ্রেফতার
কাউন্সিলর মাহাবুর রহমান পলাশ
মা ও মেয়েকে শ্লীলতাহানির মামলায় রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত একটার দিতে তাকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। কাউন্সিলর পলাশ রাজবাড়ী পৌর শহরের ভাজনচালা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
মামলার বাদী ও ভুক্তভোগী নারীর অভিযোগ, ২০২০ সালে স্বামী মারা যাওয়ার পর তিন মেয়েকে নিয়ে রাজবাড়ীর বিনোদপুর নিউকলোনি রেলের কোয়ার্টারে বসবাস করে আসছেন তিনি। কোনো উপার্জনের উৎস না থাকায় সন্তানদের ভবিষ্যতের জন্য বিনোদপুর নিউকলোনি মোড় এলাকায় রেলের জায়গা লিজ নেন তিনি। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লিজ নেওয়া জমিতে দোকানঘর নির্মাণ করার সময় কাউন্সিলর মাহাবুব রহমান পলাশ, নতুনপাড়ার মো. বাবুসহ চার-পাঁচজন গিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে কাজ বন্ধ বের করে দেন।
এসময় তার মেয়ে কাজে বাধা দিতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। সেইসঙ্গে টানা-হেঁচড়া করে তার মেয়েকে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। এসময় তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চর-থাপ্পড় দিয়ে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যান। পরে তিনি রাজবাড়ী থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রাত একটার দিকে মাহাবুর রহমান পলাশকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়। ওই মামলায় পৌরসভার কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অপরাধে তিনটি মামলা হয়েছে।
রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম