ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আ’লীগ নেতার বাসা লক্ষ্য করে গুলি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর পশ্চিম আলীপুরের বাড়িতে ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানা গেছে।

মনিরুল হাসান মিঠু জাগো নিউজকে বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দে তার ঘুম ভেঙে যায়। এসময় তিনি দুটি গুলির শব্দ শুনতে পান।

তিনি আরও বলেন, তার বাড়ির পাশের দোকানদার তাকে জানিয়েছেন, মোট পাঁচটি গুলির আওয়াজ শোনা গেছে। পরে বিষয়টি তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশকে জানান।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম