ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপে হাতাহাতি

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৬:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

বরিশালের হিজলা উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে হিজলা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার ও উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান বেলায়ত হোসেন ঢালী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দেওয়ার সময় আবুল হাসানাত আব্দুল্লাহ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপুর গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও এনায়েত হোসেন হাওলাদার ও আলতাফ মাহমুদ দিপুর বক্তব্য পাওয়া যায়নি।

তবে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া বলেন, শহীদ বেদিতে প্রচুর লোকজন থাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসআর/জেআইএম