ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাদাপানিতে নেমে ধানের চারা রোপণ করলেন এমপি শাওন

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ভোলায় কাদাপানিতে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করলেন সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালাশাহ গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলের দিকে ওই এলাকার একদল কৃষক মাঠে ধানের চারা রোপণ করছিলেন। এসময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মাঠে নেমে তাদের সঙ্গে ধানের চারা রোপণ করেন। এমপিকে এভাবে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন কৃষকরা।

কাদাপানিতে নেমে ধানের চারা রোপণ করলেন এমপি শাওন

এ বিষয়ে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশে চাষাবাদের উপযোগী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেই তাদের সঙ্গে ধানের চারা রোপণ করেছি।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম