ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি দিয়ে বাণিজ্য শুরু

উপজেলা প্রতিনিধি | (হিলি) দিনাজপুর | প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে ও মাতৃভাষা দিবসের দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পণ্যবোঝাই একটি ট্রাকের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে একদিনের জন্য বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

মো. মাহাবুর রহমান/এসজে/জেআইএম