শার্শা সীমান্তে ৩৫ সোনার বারসহ দুই পাচারকারী আটক
যশোরের শার্শা সীমান্ত থেকে চার কেজি ওজনের ৩৫টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- শার্শা উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় কটি প্রিমিও প্রাইভেটকারসহ সন্দেহভাজন দু0জনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখ ৩৫টি সোনার বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। সোনার চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস