ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে পিকআপচাপায় মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:১২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকআপের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী আঞ্চলিক মহাসড়কের চালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উল্লাপাড়ার চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তাদের ছেলে তরিকুল ইসলাম (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জাগো নিউজকে বলেন, নিহত করুনা খাতুন তার শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় বেপরোয়া একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/এসজে/জিকেএস