প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ স্বর্ণা আক্তার চরঘারমোড়া এলাকার প্রবাসী সোহাগ প্রধানের বাড়ির ভাড়াটিয়া ও ঘারমোড়া এলাকার ঘটক মরজল মিয়ার মেয়ে। তার স্বামী সোহেল প্রবাসে রয়েছেন।
গৃহবধূ স্বর্ণা আক্তারের বাবা মরজল মিয়া জানান, সাতমাস আগে তার মেয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে মুন্সিগঞ্জ এলাকার সোহেল মিয়ার বিয়ে হয়। বর্তমানে সোহেল প্রবাসে জীবনযাপন করছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে ফোনে কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলেন স্বর্ণা। বৃহস্পতিবার দুপুরে সিলিং ফ্যানে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা