ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত-বাংলাদেশের সম্পর্কের শিকড় অনেক গভীরে: হাইকমিশনার

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের শিকড় অনেক গভীরে। ভাষা ও সংস্কৃতিতেও আমরা এক।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম শুভ জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূতি উৎসবের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



এরআগে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের নিয়ে আশ্রমের বিবেকানন্দ মেমোরিয়াল হল ও মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।

এসময় হাইকমিশনারের স্ত্রী শ্রীমতি মনু ভার্মা, উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।

রাতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এরআগে ২১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

মিলন রহমান/এসআর/এএসএম