ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগকে হটাতে বিদেশি চাপ আসবে: আলতাফ হোসেন

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে সময় মতো বিদেশি চাপ আসবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির পদযাত্রা শুরুর আগে তিনি এ দাবি করেন।

আলতাফ হোসেন বলেন, বিশ্ব জেনে গেছে আওয়ামী লীগ সরকার অবৈধ। ভোট চোরের সরকার। তাই এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপিকে মাঠে আন্দোলন করতে হবে। সময়মতো বিদেশিরা সব ব্যবস্থা করবে।

বক্তব্য শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ কর্মসূচিতে জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।

এসজে/এএসএম