ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের জগদল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল কেন্দ্র করে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর বল প্রয়োগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে পুলিশের করা মামলায় তিনি আসামি ছিলেন। ওই মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।

সফিকুল আলম/এমআরআর/এএসএম