ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

 

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তৌহিদ (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তৌহিদ বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি জয়পুরপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুরে পিসিএল নামে এক কোম্পানিতে কর্মরত ছিলেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৌহিদ অফিসের কাজ শেষে রাতে বাইসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এসময় শাজাহানপুর মিয়াপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার পরেই অজ্ঞাত একটি গাড়ি তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তৌহিদ।

তিনি আরও জানান, তৌহিদের মরদেহ বর্তমানে থানায় হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়া/এমএএইচ/