ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুদের ওপর ঋণ, ২২ লাখ টাকাসহ দুই ভাই আটক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে ২২ লাখ ৫০ হাজার টাকাসহ সুদ কারবারি দুই ভাইকে আটক করেছে পুলিশ। তারা হলেন শরিফুল ইসলাম ও রেজাউল ইসলাম।

অবৈধভাবে এলাকায় সুদে ঋণ দেওয়ার অভিযোগে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা ওই গ্রামের মৃত আব্দুল বারির ছেলে। আটকের সময় তাদের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা এবং দেড়কোটি টাকা ঋণ দেওয়ার স্ট্যাম্প ও দলিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন এলাকা থেকে সুদ কারবারিদের জুলুম-নির্যাতনের অভিযোগ আসছে। তারই ধারাবাহিকতায় ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস