ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে পিকআপচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাত বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মহাসড়ক সংলগ্ন খাইয়ারা নতুন বাড়ির বাসিন্দা এবং খাইয়ারা বাজার এলাকার রাকিব ট্রেডার্সের সত্ত্বাধিকারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর দোকানে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে সাতবাড়িয়া রাস্তার মাথায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর খাইয়ারা বাজারের রাকিব ট্রেডার্সের মালিক। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এমএস