ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজবাড়ীর পদ্মা নদীতে বালু উত্তোলন ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চন্দনীর কাবিলপুর পদ্মার পাড় ও মিজানপুরের সূর্যনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আজম মণ্ডল গ্রুপের টিউলিপ (৪৩), ওমর ফারুক (৪০), আরিফুল ইসলাম ওরফে মারুফ (৩২) ও আরিফ (৩৪) এবং টুকু মিজি গ্রুপের শরিফুল্লাহ (২৮)।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজবাড়ী জেলাপরিষদ সদস্য ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজম মণ্ডল দাবি করেন, তিনি বৈধভাবে ইজারা নিয়ে নদীতে বালুর ব্যবসা করছেন। কিন্তু একটি গ্রুপ সেখানে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। সেই চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে আজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনউদ্দিন আহম্মেদ টুকুর ছেলে জয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ড্রেজার শ্রমিকদের ওপর হামলা করেন।

খবর পেয়ে তিনি এগিয়ে আসলে তার ওপরও হামলা করা হয়। সেসময় টিউলিপ তার সামনে দাঁড়ালে তিনি প্রাণে বেঁচে যান। এতে টিউলিপসহ তার বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এর আগে পরশু তার শ্রমিকদের গুলি করা হয়েছে। ওই ঘটনায় তার তিন শ্রমিক গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় আছেন। থানায় অভিযোগ করবেন বলেও জানান।

এদিকে, মিজানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনউদ্দিন আহম্মেদ টুকু মিজি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জেলাপরিষদ সদস্য ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজম মণ্ডল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করছেন। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে মিথ্যা রটাচ্ছেন।

Attack-2.jpg

তিনি বলেন, আজম মণ্ডলের সঙ্গে যারা চলাফেরা করে, তাদের বেশিরভাগ বহিরাগত। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দুপুরে আমার ছেলে জয়ের বন্ধু শরিফুল্লাহকে তারা মেরে হাসপাতালে পাঠিয়েছে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

টুকু মিজি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমি আজম মণ্ডলকে ভোট দেননি, এমন অভিযোগে বিরুদ্ধে এসব মিথ্যা রটানো হচ্ছে।

এলাকার স্বার্থে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে তারা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।

রুবেলুর রহমান/এমআরআর/এমএস