ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ৩৮ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৩৫৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ওই উপজেলার ছোট বেড়াখারুয়া এলাকার মৃত আমজাদ শেখের ছেলে ইকবাল হোসেন শেখ (৪১), রাজশাহীর তানোর থানার শংকরপুর এলাকার আব্দুস সালামের ছেলে রাজু আহম্মেদ (২৮) ও তার স্ত্রী রিনা খাতুন ওরফে তৃষ্ণা (২৫)।

আরও পড়ুন: স্ক্যানিংয়ে ধরা পড়ে না অনেক মাদক, বিমানবন্দরে বসছে ডগ স্কোয়াড

র‌্যাব বলছে, জব্দ করা হেরোইনের মূল্য ৩৮ লাখ টাকা। র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

আরও পড়ুন: পুলিশ-সাংবাদিক-বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ওই উপজেলার গাবগাছি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩৫৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাছটি মোবাইল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বছরজুড়ে আলোচনায় উচ্চমূল্যের নতুন ৬ মাদক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এম এ মালেক/জেডএইচ/