ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ভাইকে কুপিয়ে হত্যা

অপরাধীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এসময় তারা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দাফন শেষে কিছু লোকজন মহাসড়কে অবরোধ করেছিলেন। তবে তারা খুব অল্প সময়ের জন্য মহাসড়কে অবস্থান করেছিলেন। এতে তীব্র কোনো যানজটের সৃষ্টি হয়নি।

jagonews24

আরও পড়ুন: চোখের জলে নিহত দুই ভাইকে চিরবিদায়

এরআগে সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই ভাইয়ের মরদেহ নিজ এলাকায় আনা হলে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

jagonews24

স্বজনরা জানান, চাচা মো. মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ পরিবার সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তিন ভাইয়ের। তাদের বাড়ির পাশ দিয়ে একটি সড়কের ড্রেন নির্মাণকাজ চলছে। ওই ড্রেনে পাইপ স্থাপন করতে চেয়েছিলেন আসলাম সানি। এ নিয়ে চাচাতো ভাই মোস্তফার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস