ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুর

হত্যা মামলায় কৃষক লীগ নেতাসহ ৮ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষক এনামুল হক নইলো হত্যা মামলায় কৃষক লীগ নেতাসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান, মহব্বত আলীর ছেলে ছামিদুল ইসলাম, রহমতুল্লাহর ছেলে শাহার আলী, শাহার আলীর ছেলে টিপু সুলতান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, আহম্মদ আলীর ছেলে আক্তারুজ্জামান, জার্মান ওরফে দফের আলীর ছেলে মান্নান ওরফে মানা ও আজিত বক্সের ছেলে জিল্লুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালের ২৯ জুলাই সন্ধ্যায় ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক নইলোকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।

মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির উপ-পরিদর্শক (এসআই) হাসান ইমাম মামলার তদন্ত শেষে গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ারসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বাদী বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের দণ্ডাদেশ দেন।

আসিফ ইকবাল/এসজে/এমএস