ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে কেমিক্যাল ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

টানা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর দেড়টায় উপজেলার দুপ্তারা এলাকায় এসপি কেমিক্যাল ফ্যাক্টরিতে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর/এএসএম