গাজীপুর থেকে চুরি হওয়া চাল টাঙ্গাইলে উদ্ধার, গ্রেফতার ৪
গাজীপুর থেকে চুরি হওয়া ১৮৬ বস্তা চলের মধ্যে ১২০ বস্তা টাঙ্গাইল থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
বুধবার (১ মার্চ) সকালে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজকান্দি এলাকার আব্দুল আলিম (৫২) ও আ. মালেক সরকার (৫১) এবং কালিহাতী থানার নারান্দিয়া এলাকার শুকুর আলী (২৭) ও আব্দুল হাই (৩৭)।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে কোনাবাড়ি আমবাগ এলাকার তিনটি মুদিদোকানের তালা কেটে তিন ব্যবসায়ীর ১৮৬ বস্তা চাল লুট করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি চাল ব্যবসায়ী নুরুল ইসলাম বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেন। পরে বুধবার সকালে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
ওসি আশরাফ উদ্দিন বলেন, গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/এসআর/জিকেএস