ভোলায় ৪০ মণ জাটকা জব্দ
ফাইল ছবি
ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এগুলো জব্দ করা হয়।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান মাহামুদ জানান, মঙ্গলবার ভোরে তেঁতুলিয়া নদীর চন্দ্র প্রসাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ট্রলারযোগে ১৪টি ড্রামে জাটকা ইলিশ বরিশাল পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম থেকে প্রায় ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়।
সকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও মৎস্য বিভাগের কর্মকর্তা পলাশ হাওলাদারের উপস্থিতিতে জব্দকৃত মাছ অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এদিকে, ভোলার মেঘনা তেঁতুলিয়া আর সাগর মোহনাসহ উপকূলের ২২০ কিলোমিটার এলাকায় মঙ্গলবার থেকে দু`মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল কবির ও ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালির চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের হিজলা পর্যন্ত ৩০ কিলোমিটার।
ফেনীর মৎস্য কর্মকর্তা সুনীল কুমার ঘোষ জানান, উপকূলের ৭ হাজার কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞার প্রভাব থাকবে।
এদিকে দু মাসের নিষেধাজ্ঞা জারির ফলে বেকার হয়ে পড়ছে উপকূলের ৫ লাখ জেলে। প্রতি বছর এদের মধ্যে সরকারিভাবে সাহায্যের সুযোগ পান ৩ লাখ জেলে। আবার ওই সাহায্যও সময় মতো দেয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।
অমিতাভ অপু/এসএস/পিআর