ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন ঘুরে গেলেন মহীউদ্দীন খান আলমগীর

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০২ মার্চ ২০২৩

সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি ও তার স্ত্রীসহ পরিবারের সাত সদস্য বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণে যান।

jagonews24

সেখানে আধাঘণ্টা ধরে ভ্রমণের পর বেলা ১১টার দিকে হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রে যান তারা। হাড়বাড়িয়া ঘুরে বিকেলেই পরিবারসহ মোংলায় বনবিভাগের ফুয়েল জেটিতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন মহীউদ্দীন খান আলমগীর।

jagonews24

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বনবিভাগের স্পিডবোটে সকালে প্রথমে করমজল আসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার পরিবারের সদস্যরা। পরে হাড়বাড়িয়া ভ্রমণ শেষে মোংলা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তারা। এসময় তিনিসহ তার সঙ্গে পরিবারের সাত সদস্য ছিলেন।

আবু হোসাইন সুমন/এসআর/জিকেএস