জমিতে পানি দিতে গিয়ে প্রাণ গেলো কৃষকের
ফাইল ছবি
ভোলায় নিজের জমিতে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইউসুফ খলিফা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের মোজাফর খলিফার ছেলে।
চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ইউসুফ খলিফা চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুরে কৃষি কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফ তার আলুক্ষেতে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় কৃষক ও তার পরিবারের সদস্যরা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস