ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সব মন্ত্রণালয়ের হ-য-ব-র-ল অবস্থা: জিএম কাদের

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ মার্চ ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সব মন্ত্রণালয়ের হ-য-ব-র-ল অবস্থা। এটা আমার ব্যক্তিগত অভিমত।

তিনদিনের সফরে বৃহস্পতিবার (২ মার্চ) লালমনিরহাট সার্কিট হাউজে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়গুলো আমরা সবখানেই তুলে ধরার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটির গুরুত্ব বেশি। অন্যান্য খাত যতই অনিয়ম হোক, যতই হ-য-ব-র-ল হোক এগুলোও ভালোভাবে চলা উচিত। নাহলে সামনে দেশের ভবিষ্যৎ খারাপ। কিন্তু আমরা এ দুটিতে কোনো উন্নতি দেখছি না, দিন দিন অবনতি হচ্ছে।’

সব মন্ত্রণালয়ের হ-য-ব-র-ল অবস্থা: জিএম কাদের

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী তারাও আজ দলীয় কর্মী হিসেবে কাজ করছেন। তারা যখন নির্বাচনের ব্যবস্থাপনা করবেন, তখন তারা সরকারি দলের পক্ষে ফেবার করবেন, এটি আমরা বিশ্বাস করি। অতীত, নিকট অতীতেও আমরা এটি দেখেছি।’

এরআগে জি এম কাদেরকে স্বাগত জানান লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় আরও উপস্থিত ছিলেন জাপার লালমনিরহাট সদর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাপার আহ্বায়ক আলমগীর চৌধুরী প্রমুখ।

রবিউল হাসান/এসআর/জেআইএম