ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৩ মার্চ ২০২৩

ফরিদপুরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের খোদাবক্সরোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০)। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৮ বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম