বুফেতে ২৫ আইটেমের খাবার খেলো এতিমখানার ছাত্ররা
ফরিদপুরে একটি এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বুফে আয়োজন। শুক্রবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের কমলাপুর সিদ্দিকিয়া হাফেজি মাদরাসা ও এতিমাখানায় এই আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এ আয়োজন করে।
বুফে তালিকায় ছিল ২৫ ধরনের খাবারের আয়োজন। আর এতে অংশ নেয় ওই মাদরাসার ৪০ জন এতিম শিক্ষার্থী। এছাড়াও মাদরাসার শিক্ষক ও সংগঠনের সদস্যরা এখানে অংশগ্রহণ করেন।

এতিমখানার প্রধান মো. আবদুল্লাহ জাগো নিউজকে জানান, মাদরাসা ও এতিমখানায় কখনো এমন আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই। ছাত্ররাতো বটেই আমরাও অবাক হয়েছি। ছাত্ররা খুব খুশি হয়েছে। কারণ ওরা কখনোই এমন রেস্তোরাঁয় গিয়ে খেতে পারে না।
‘আমরা করবো জয়’র সভাপতি ডা. আহমেদ সৌরভ জাগো নিউজকে বলেন, আসলে বুফে আয়োজন সাধারণত বড় বড় রেস্তোরাঁ আর ধনীদের বাড়িতে হয়। আমরা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খাবারের আয়োজন করি। এবার মনে হলো এতিম শিশুদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করলে কেমন হয়। এতিম ছাত্ররা খুব খুশি হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক তরিকুল ইসলাম হিমেল, ডা. মো. জাহিদুল আলম জনি, সাধারণ সম্পাদক মো. শরীফ খান, আতিক হাসান, সাকিবুল ইসলাম, ফয়সাল ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এন কে বি নয়ন/এফএ/এএসএম