বেনাপোল চেকপোস্টে ই-গেট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের (ই-গেট) উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৪ মার্চ) বিকেলে মন্ত্রী ই-গেটের উদ্বোধন করেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন, তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা এমআরপি পাসপোর্টে প্রবেশ করেছিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ আমরা ই-পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের স্বনামধন্য জার্মানির একটি কোম্পানি আমাদের ই-পাসপোর্টে সহযোগিতা করেছে। শুধু ই-পাসপোর্টই নয় ই-গেট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্য স্থানের মতো আজ বেনাপোলে চেকপোস্টে ই-গেটের উদ্বোধন করা হলো।
মন্ত্রী আরও বলেন, আমরা পরবর্তীকালে ই-ভিসায়ও চলে যাচ্ছি। ই-ভিসা ও অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন পেলে আরও দ্রুত আমাদের বিমানবন্দর ও স্থলবন্দরের ইমিগ্রেশনে সার্ভিস পাওয়া যাবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফল। এখন আমরা তারই ঘোষণায় স্মার্ট বাংলাদেশে যাচ্ছি।
অনুষ্ঠানে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বক্তব্য দেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. জামাল হোসেন/এমআরআর/এমএস