ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৬ মার্চ ২০২৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) ভোরে উপজেলার মূলঘর ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে কাজ করছিল। এ সময় খুলনাগামী একটি মাছ ভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীমুজ্জামান জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার পর মাছের ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি আটক করতে ও নিহতদের পরিচয় জানতে কাজ চলছে।

এসজে/জিকেএস