ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১১:১৫ এএম, ০৭ মার্চ ২০২৩

নাটোরে ঝুটের মধ্যে করে পাচারের সময় দুই বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের হরিশপুর রামাইগাছি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রাজ্জব আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক রফিকুল হাওলাদার (২৪) ও যশোরের চৌগাছা থানার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইয়াছিন কবির নীরব (২০)।

jagonews24

র‍্যাবের নাটোর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি হলুদ ও নীল রঙের ট্রাক তল্লাশি করা হয়। এসময় পাটাতনে ঝুটের মধ্যে দুই বস্তায় ১৫ ৫০ কেজি গাঁজাসহ জব্দ করা হয়। এসময় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।  

র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস