ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিকশা চাপা দিয়ে চলে গেলো বাস, চালক নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৭ মার্চ ২০২৩

সিরাজগঞ্জে বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামের এক রিকশাচালকের নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে আসছিল। পথে কাটাওয়াপদা এলাকায় পৌঁছালে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন। পরে স্থানীয়রা বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এম এ মালেক/এসআর/এমএস