ভোলায় জব্দ ১৩৮ মণ ইলিশ-চিংড়ি গেলো এতিমখানায়
জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়
ভোলায় ইলিশ ও চিংড়িসহ ১৩৮ মণ মাছ এবং দুটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে থেকে মাছসহ ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. এম হাসান মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় দুটি ট্রলার তল্লাশি করে ১০৩ মণ ইলিশ, ১২ মণ পোয়া ও ২৩ মণ চিংড়ি জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।
জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম