লালমনিরহাটে দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে তামাক শিল্প রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছেন অবহেলিত চাষিরা। বৃহস্পতিবার (৯ মার্চ) শহরের মিশন মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মাটি ও আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারায় ঠিকমতো তামাক চাষ করতে পারছি না। দেশিয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।
তারা অভিযোগ করেন, শুধু নীতি সহায়তা না থাকায় দেশীয় সিগারেট কোম্পানিগুলো অস্তিত্ব বিলীনের পথে। অথচ এ দেশের অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের আদি ব্যবসা তামাক। বর্তমানে দেশের ৩০টি কোম্পানিতে কর্মরত ও তামাক চাষের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ শ্রমিকদের রুটি-রুজি আজ হুমকির মুখে।
বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা করতে হবে। এ শিল্প রক্ষায় এখনই প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে।
তামাক চাষিরা বলেন, বহুজাতিক কোম্পানির দখলে দেশের ৯০ ভাগ সিগারেটের বাজার। সেখানে দেশীয় কোম্পানির জন্য গৃহীত পদক্ষেপ অজানা কারণে বাস্তবায়ন না হওয়ায় শতভাগ দেশীয় তামাক শিল্পকে কৌশলে হত্যা করা হচ্ছে।
আরএইচ/জেআইএম