ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে সরকার’

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১১ মার্চ ২০২৩

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। তাই জনগণের সমর্থন হারিয়েছে তারা। এ কারণেই সুষ্ঠু নির্বাচনকে এত ভয় তাদের।

শনিবার (১১ মার্চ) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা বিএনপির মানববন্ধনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, এই সরকার যদি উন্নয়ন দিয়ে দেশ ভাসিয়ে দিয়ে থাকে তাহলে কেন একটি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। মানুষের জন্য ভালো কাজ করলে তো মানুষ খুশি হয়ে আওয়ামী লীগকে ভোট দেবে। তারা জানে, তারা ভালো কাজ করে নাই। তারা মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। কাজেই জনগণের সমর্থন তারা হারিয়েছে।

তিনি বলেন, মুখে যাই বলুক না কেন এটা তারা অন্তরে উপলদ্ধি করেছে। সেই কারণে তারা নতুন করে আবার একটি জোর করে নির্বাচন করতে চায়। সংসদ দখল করে আরেকটি সরকার গঠন করবে। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না। সেই দিন চলে গেছে, বাংলাদেশের মানুষ জেগেছে।

তিনি আরও বলেন, আজ যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে আসতে পারে, আমি সর্বপ্রথম তাদের অভিনন্দন জানাবো। কিন্তু আওয়ামী লীগ জানে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় বাংলাদেশের শতকরা ১০ শতাংশ ভোটও তারা পাবে না।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতার সভাপতিত্বে বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ কবির জিন্নাহসহ জেলার সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

বি.এম খোরশেদ/এফএ/এএসএম