ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মূল্য তালিকা না রেখে জরিমানা গুনলেন চাল ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৩

কুড়িগ্রামে আসন্ন রমজান মাস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার তদারকি দল। এ সময় ভোক্তা অধিকার আইন অমান্য করায় রাইস এজেন্সির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ মার্চ) দুপুরে কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।

এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, পণ্য ক্রয়-বিক্রয় ভাউচার, মজুত পরিস্থিতি, বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের চাল ব্যবসায়ী হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি আমরা নিয়মিত অব্যাহত রাখবো। রমজানে সাধারণ ভোক্তারা যাতে বেশি মূল্য দিয়ে পণ্য না কেনেন সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম