রাজেন্দ্র কলেজের হল-ভবনের নাম রাখতে জেলা আওয়ামী লীগের চিঠি
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুটি হল ও একটি ভবনের নাম রাখার জন্য জেলা আওয়ামী লীগ চিঠি দিয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুর ৩টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শামিম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার কাছে চিঠিটি দেন।

কলেজ ও চিঠি সূত্রে জানা গেছে, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত একটি ছাত্র হলের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ এবং নির্মাণাধীন ১০ তলা একাডেমি ভবনের নাম ‘শেখ রাসেল শতাব্দী ভবন’ নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনটি করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি শামিম হক জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরে পদচারণ করেন এবং বহু স্মৃতি রয়েছে। বঙ্গবন্ধুকে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচেষ্টা।

এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কলেজের দুটি নবনির্মিত হলের নাম এবং নির্মাণাধীন একটি ভবনের নাম রাখার জন্য প্রস্তাব করেছে। আবেদনটি গ্রহণ করে বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/জেডএইচ