নারায়ণগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাদক মামলায় মোসা. ফাহিমা (৩৫) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া ।
রোববার (১২ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায়ে পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ফাহিমা আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার শামসুল হক ওরফে বোবা সামছুরের স্ত্রী। তিনি পলাতক আছেন। খালাসপ্রাপ্তরা হলেন- শাহজাহান, জালাল, সোহেল, সোনা আক্তার ও হাবু।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে খালাস প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার ফাহিমার চৌচালা টিনসেড ভবনের বসতঘর থেকে ১২৪ বোতল ফেনসিডিল ও ২৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যান। পরে তার দেওয়া তথ্যে পুলিশ আরও পাঁচজনকে আটক করে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস