ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হালিম শৈলকুপার ছাত্তার মন্ডলের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট বজলুর রহমান জাগো নিউজকে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী ববিতা খাতুনকে নির্যাতন করে আসছিলেন আব্দুল হালিম। এরই জেরে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ববিতাকে শ্বাসরোধে হত্যা করেন হালিম। মরদেহ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। ববিতার মা সালেহা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন।
পিপি বজলুর রহমান আরও বলেন, তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হালিমের মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম