ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ মার্চ ২০২৩

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম উদ্দিনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বহরে থাকা দুটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী আহত হয়েছেন।

নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে সোমবার (১৩ মার্চ) দিনগত রাতে ইউনিয়নের বেতবাড়ীয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে এলাকায় যাওয়ার সময় আকস্মিকভাবে নৌকা প্রতীকের সমর্থকরা আমাদের গাড়িবহরে হামলা চালায়। কোতোয়ালি থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিমুজ্জামান এ হামলার নেতৃত্ব দেন। এ সময় আমাকে লাঠি দিয়ে পিটানো হয়। দৌড়ে সরে গেলে আমার কর্মীদের পিটিয়ে জখম করা হয়। আমার ১০ কর্মী-সমর্থক আহত হয়। এ সময় দুটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে/এএসএম