ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ ৫ পদে বিএনপির জয়, ৬ পদে আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৪ মার্চ ২০২৩

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সমিতির ১১ পদের বাকি ছয়টিতে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা নির্বাচিত হন।

সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অখিল চন্দ্র বর্মন এ ফল ঘোষণা করেন।

তবে সমিতির ১১ পদের মধ্যে সভাপতিসহ আট পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুধু সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং লিগ্যাল এইড সম্পাদক পদে ভোটগ্রহণ হয়েছৈ। অন্যদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণে সাধারণ সম্পাদক পদে ১৫৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আব্দুল বারী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে আওয়ামী আইনজীবী পরিষদের ফখরুল হাসান তপু এবং লিগ্যাল এইড সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সোলায়মান হক নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে গোলাম হাফিজ (বিএনপি), সহ-সভাপতি পদে নজরুল ইসলাম (আওয়ামী লীগ), লাইব্রেরি সম্পাদক পদে জালাল উদ্দীন (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (আওয়ামী লীগ), কার্যনির্বাহী সদস্য পদে ইয়াসিনুল হক দুলাল (বিএনপি), জিল্লুর রহমান সিদ্দিকী (আওয়ামী লীগ), মাহবুবুর রশিদ খোকন (আওয়ামী লীগ) এবং রওশন আখতার লাভলী (বিএনপি)। তিন পদের নির্বাচনে ২১৩ ভোটারের মধ্যে ২০৭ জন ভোট প্রয়োগ করেন।

সফিকুল আলম/এএইচ/এএসএম