ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে চেয়ারম্যান পদে ৭০ জনের মনোননয়পত্র দাখিল

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০২ মার্চ ২০১৬

গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনের দ্বিতীয় পর্বে মনোনয়ন দাখিলের শেষ দিন বুধবার রিটার্নিং অফিসারের কাছে তারা এ মনোনয়ন পত্র জমা দেন।

এরমধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এরা হলেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহমেদ, বোড়াশী ইউনিয়নে এম এম মনির আহমেদ ননী, বৌলতলী ইউনিয়নে সুকান্ত বিশ্বাস ও কাঠি ইউনিয়নে বাচ্চু শেখ।
অপর ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোননয়ন পত্র জমা দিয়েছেন।
 
এরমধ্যে উলপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন নামে বিএনপি মনোনীত একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে স্থানীয় বিএনপি সূত্রে দাবি করেছে।

এছাড়া, হরিদাসপুর ইউনিয়নে ৬ জন, মাঝিঁগাতী ইউনিয়নে ৩ জন, রঘুনাথপুর ইউনিয়নে ৪ জন, লতিফপুর ইউনিয়নে ৩ জন, উরফি ইউনিয়নে ৪ জন, পাইককান্দি ইউনিয়নে ৭ জন, সাহাপুর ইউনিয়নে ৩ জন, করপাড়া ইউনিয়নে ৬ জন, উলপুর ইউনিয়নে ২ জন, নিজড়া ইউনিয়নে ৩ জন, গোবরা ইউনিয়নে ৪ জন, সাতপাড় ইউনিয়নে ৪ জন,  কাজুলীয়া ইউনিয়নে ২ জন, জালালাবাদ ইউনিয়নে ২ জন, শুকতাইল ইউনিয়নে ২ জন, গোপীনাথপুর ইউনিয়নে ৪ জন ও চন্দ্রদীঘলিয়া ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস