‘ডাক্তার’ পদবি চান হোমিও চিকিৎসকরা
সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘ডাক্তার’ পদবি বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হোমিও চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশের উদ্যোগে এনায়েতপুর থানার বেতিল এলাকার আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালিত হয়।
হোমিও পেশাজীবী সমিতির সভাপতি কার্তিক চন্দ্র রায়ের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সৈয়দ তৌহিদুল ইসলাম ও চিত্ত রঞ্জন কর্মকার মানববন্ধনে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, চিকিৎসা ক্ষেত্রে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে কমমূল্যে সেবা দিচ্ছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা। ব্রিটিশ আমল থেকেই আমরা ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে নামমাত্র মূল্যে মানুষকে চিকিৎসা দিয়ে আসছি। অথচ একটি মহল আমাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করতে আদালতে রিট আবেদন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
এম এ মালেক/এসআর/জেআইএম