সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
সাতক্ষীরায় শাইরুখ হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ব্যাংদহা বাজারে এ ঘটনা ঘটে।
শাইরুখ হোসেন জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের মৃত শামসুর রাহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু সালেক জানান, ছোটভাই মিন্টুর সঙ্গে মাছের ঘের ব্যবসায়ী শাহরুখ হোসেনের জমি জমা নিয়ে বিরোধ ছিল। বেশ কিছুদিন তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। এর জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে শাহরুখ হোসেন আহত হয়ে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম