ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:২৬ এএম, ১৭ মার্চ ২০২৩

যানবাহনের চাপ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

শুক্রবার (১৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মোঘরাপাড়া পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্র ও শনিবার দুদিন ছুটি থাকায় প্রচুর মানুষ গ্রামে ছুটছেন। অনেকেই আবার ভ্রমণের উদ্দেশ্যেও বের হয়েছেন। ফলে সকাল থেকেই দূরপাল্লার যানবাহনের পাশাপাশি নিজস্ব পরিবহনের চাপও বেড়েছে। যানজটের কারণে মহাসড়কে যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

si-(3).jpg

এদিকে মহাসড়কে মানুষের চাপ থাকায় বাস মালিকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।

রফিকুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে কক্সবাজার যাচ্ছি। কিন্তু কাঁচপুরে আসা মাত্রই তীব্র যানজটে আটকা পড়েছি। শুক্রবার এমন জট থাকে তা আগে জানা ছিল না। তাহলে বাসা থেকে বের হতাম না।’

si-(3).jpg

আলামিন হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র বলেন, ‘টানা দুদিন বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। কিন্তু যানজটের কারণে এখনো মদনপুরের সিগন্যালেই বসে আছি। শুনলাম মোঘরাপাড়া পর্যন্ত রাস্তায় জ্যাম আছে। বিকল্প রাস্তা না থাকায় এ মহাসড়ক দিয়েই চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছি।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে বলেন, মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ থাকায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমে এসেছে। যানজট নিরসনের আমাদের হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করছে। আশা করছি, দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস